ময়দান এবং পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের মধ্যে লাইন ধরে হাঁটছিলেন এক তরুণী। বৃহস্পতিবার রাতে এমনই ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ, ব্লু লাইন)। যদিও বরাতজোরে কোনও বিপদ ঘটেনি। ওই 📖তরুণীকে 🔴উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। যদিও কীভাবে সকলের নজর এড়িয়ে ওই তরুণী মেট্রো ট্র্যাকে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। স্টেশনে আরপিএফ কর্মীরা থাকেন। আছে সিসিটিভি। তারপরও কীভাবে ওই তরুণী লাইনে নেমে গেলেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।
কীভাবে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে?
কল𝔍কাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রাত ৯ টা ৫ মিনিটে এক মোটরম্যান (ডাউন লাইনে যাচ্ছিলেন) খবর দেন যে ময়দান এবং পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের মধ্যে আপ লাইন ধরে হাঁটছেন এক তরুণী। সেই খবর পেয়ে সঙ্গে-সঙ্গেই আপ এবং ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পাঁচ মিনিটের মধ্যে উদ্ধার করা হয় তাঁকে। তারপর ফের বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। আর রাত ৯ টা ৩২ মিনিট থেকে দু'লাইনেই পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক𝓡।
কোন স্টেশন থেকে লাইনে নেমে যান তরুণী?
তবে ওই তরুণী কীভাবে দুটি স্টেশনের মধ্যবর্তী লাইনে নেমে হাঁটতে শুরু করে দিলেন, তা এখনও স্পষ্ট নয়। তিনি ময়দান স্টেশন থেকে লাইনে ⭕নেমে গিয়েছিলেন নাকি পার্কস্ট্রিট স্টেশন থেকে লাইনে নে𒀰মে গিয়েছিলেন কিনা, তা নিয়ে আপাতত মেট্রো কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে তরুণীকে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
বরাতজোরে রক্ষা
সংশ্লিষ্ট মহলের মতে, ওই তরুণী আপ লাইনে (কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া লাইন) ছিলেন বলে বড়সড় বিপদ হয়নি। ভাগ্যবশত ডাউন লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে যাওয়া লাইন) দিয়ে যাওয়া মেট্রোর মোটরম্যানের নজরে পড়ে যাওয়ায় ওই তরুণীর প্রাণরক্ষা পেয়েছে। আপ লাইনে কোনও মেট্রো না আসায় থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ ছিল না। এখন যেহেতু অটো-কাটের ব্যবস্থা আছে, তাই মেট্রো এলে তবেই থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ আসে। ফলে༒ আপ লাইনে তখন বিদ্যুৎ ছিল না। সেইসঙ্গে যে মোটরম্যান ওই তরুণীকে দেখেছেন, তাঁর তৎপরতারও প্রশংসা করেছে সংশ্লিষ্ট মহল।