জেলাশাসকদের নিয়ে ফের বৈঠকে মমতা। জেলা শাসক সহ কয়েকটি দফতেরর সচিবরাও এই বৈঠকে ছিলেন। পি এইচ ই দফতর অর্থাত্ বাড়ি বাড়ি জল পৌঁছানো নিয়ে গত সপ্তাহের পর কি অগ্রগতি হল তা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠক বিধা♛নসভায় হয়েছে। পিএইচ ই ডিপার্টমেন্ট জলের অপব্যবহার নিয়ে কতটা অ্যাকশন নিচ্ছে, তা খতিয়ে দেখেন মমতা।
এদিনের, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয় বেশ কয়েকটি পরিসংখ্যান। রাজ্যে পানীয় জলের অপব্যবহার নিয়ে এদিন নানান বিষয়ে রাজ্যের প্রশাসনিক কর্তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অবহিত করেন। এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীকে জানান, জলের অবৈধ সংযোগ নিয়েও পদক্ষেপ করা হয়েছে। মমতা বলেন, জলের পাইপ কেটে রাস্তার মাঝখান থেকে কেউ কেউ ন𒈔িজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। এই ঘটনা আইনত বেঠিক, বলেও তিনি মন্তব্য করেন।
( Shiuli Pata Benefit: ত্বকের জেল্লা পেতে শিউলিপাতা ব্রহ্মাস্ত্র! পারিজাতের পাতা কীভাবে খেলে কমে জ্বর-সর্দ🧜ি দেখে নিন)
( Maha ꧋Kumbh 2025: মহাকুম্ভ ২০২৫ কবে থেকে শুরু? মাঝে পড়ছে বহু শুভ তিথি, রইল পূণ্য🌞স্নানের তারিখ)
রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন,' নম্বর অফ লোকেশন যেখানে পানীয় জল অপব্যবহার হচ্ছে…কেউ কেটে নিচ্ছে, কেউ নিজের সবজি খেতে নিচ্ছে, সে চাষ করুক আমরা চাই, তাঁকে নিশ্চয়ই আণরা হেল্প করব। তবে অন্য পদ্ধতিতে। কিন্তু খাবার জলের পাইপ কেটে করা যায় না। এটা অন্যায়। এটা করলে তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে। তাঁকে কিন্তু পুলিশ গ্রেফতার করতে পারে। গ্রেফতার করে আইনত ব্যবস্থা নিꦯতে পারে। এটা দয়া করে যাঁরা করছেন তাঁরা করবেন না। '