বিমানের ভিতর অপ্রীতিকর পরিস্থিতি ঘিরে আরও একটি ঘটনা প্রকাশ্যে এল। এবার ঘটনা কলকাতা থেকে বাগডোগরার বিমানের। এক মহিলা যাত্রীর অভিযোগ, তিনি কলকাতা থেকে যাচ্ছিলেন দার্জিলিং। কলকাতা থেকে জেট এয়ারওয়েজের বিমানে চড়ার পর এক অস্বস্তিকর অবস্থার মুখে পড়েন ওই অভিযোগকারী যাত্রী। তাঁর দাব🦹ি, তাঁর পাশে বসা পুরুষ সহযাত্রী তা𓄧ঁর সঙ্গে অভব্য আচরণ করেন। ওই মহিলা যাত্রী শ্লীলতাহানির অভিযোগ করেছেন পাশে বসা ওই পুরুষযাত্রীর বিরুদ্ধে।
ঘটনা গত ৩১ জানুয়ারির। অভিযোগকারী মহিলার দাবি, সেদিন বিমান বাগডোগরায় অবরণের পর তাঁকে অভিযোগ দায়ের থেকে বিরত করেন সিআইএসএফ কর্মীরা। মহিলা যাত্রীর দাবি, তিনি অভিযোগ জানাতে গেলে, তাঁকে প্রমাণ পেশ করতে বলা হয়। এই নিয়ে দুই তরফের বচসা চলে বলেও অভিযোগ। মহিলাযাত্রী দাবি করেছেন, তিনি অভিযোগ জানাতে গেলে, তাঁকে পাল্টা বলা🌸 হয়, প্রমাণের অনুপস্থিতিতে এই ঘটনা তাঁর অভিযোগমাত্র হতে পারে ওই পুরুষ সহযাত্রীর বিরুদ্ধে। এরপর কর্তৃপক্ষের তরফে ওই অভিযুক্তকে ক্ষমাপ্রার্থনা করতে বলা হয়। আর মহিলাযাত্রীকে বলা হয়, অভিযুক্তকে ক্ষমাপ্রার্থনা ক🥂রে ছেড়ে দেওয়া হোক। এমনই দাবি করেছেন এই মহিলাযাত্রী।
ঘটনাটি ঘটেছে স্পাইসজেটে। স্পাইসজেটের বিমান এসজি ৫৯২ তে এই ঘটনা ঘটে গিয়েছে। বিমান সংস্থা জানাচ্ছে, বিমানকর্মীরা তাঁদের বচসা থামাতে এগিয়ে যান। এক প্রথমসারির বাংলা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্পাইসজেট জানিয়েছে, দুই যাত্রীর তরফের কথা শুনে তাঁদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করেন বিমানকর্মীরা। নিরাপত্তাকর্মীরা দুই যাত্রীকেই সিআইএসএফের কাছে নিয়ে যান। জানা যাচ্ছে, মহিলা যাত্রী অভিযুক্তের বিরুদ্ধে বিমান সংস্থার কাছেꦫ ব্যবস্থা নেওয়ার দাবি ﷺকরেন। তবে, শেষে তিনি লিখিত কোনও অভিযোগ না করেই বেরিয়ে যান বলে খবর মেলে। জানা যায়, বিমানে আসন বদলাবদলি করা নিয়ে যাবতীয় বচসার শুরু। কোনও একটি আসন অভিযোগকারীনির পরিবারের তরফে ওই অভিযুক্তকে বদলে বসার জন্য অনুরোধ করা হয়, এমনটা জানা গিয়েছে। সেই আসন না বদলে, যুবক সেখানেই বসে থাকেন বলে অভিযোগ। বিমান ৯.৩০ মিনিটে রওনা হয়। মহিলার দাবি,টেক অফের পর থেকেই মহিলার পাশে বসা আইন বিভাগের পঞ্চমবর্ষের পড়ুয়া অশালীনভাবে গায়ে হাত দিতে থাকেন। ততক্ষণে মহিলা কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিলেন। কিছুক্ষণ বাদ থেকে মহিলা অনুভব করেন যে, তাঁকে ওই সহযাত্রী অশালীনভাবে আঙুল দিয়ে স্পর্শ করছেন, এমনই দাবি তাঁর। প্রতিবাদ করেন মহিলা। মহিলার দাবি, বিমানের এক কর্মী সেই প্রতিবাদে ছুটে আসেন। ‘তিনি অভিযুক্তকে কিছু বলার আগে আমায় প্রশ্ন করেন যে কেন আমি চিৎকাল করছি’, বলেন মহিলা অভিযোগকারী। মহিলার দাবি ,'এভাবে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার ঘটনায় আমি খুবই অসম্মানিত বোধ করছি।'