আর জি কর কাণ্ড ঘিরে আজ মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে শুনানি। ♊সেই মামলা ঘিরে কী কী উঠে আসছে, সেই খবরের দিকে নজর ছিল গোটা বাংলার। এদিকে, সুপ্রিম কোর্টের তরফে এই মামলা নিয়ে একাধিক বার্তা দেওয়া হয়েছে। এরই মাঝে দেশের শীর্ষ আদালতের অন্যতম বড় নির্দেশ গিয়েছে উইকিপিডিয়ার কাছে। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ উইকিপিডিয়াকে বলা হয়েছে, অবিলম্বে উইকিপিডিয়ার পেজ থেকে আরজি কর-র নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে।
গুগলে সার্চ ইঞ্জিনে আরজি কর-এর ঘটনা নিয়ে খোঁজ করলে উইকিপিডিয়ার প🐠াতায় উঠে আসছে আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম। যা নিয়ে মঙ্গলবারের শুনানিতে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত উইকিপিডিয়াকে সাফ নির্দেশ দিয়েছে, যাতে এই ঘটনা নিয়ে উইকিপিডিয়ার যে পেজ রয়েছে, তা থেকে যেন নির্যাতিতার নাম মুছে ফেলা হয়। উল্লেখ্য, এর আগে, আরজি করের ঘটনা ঘিরে রাজ্য ছাড়িয়ে দেশের নানান প্রান্তি গর্জে ওঠেন মানুষ। সেই সময় সোশ্যাল মিডিয়ায় নানান জায়গায় নির্যাতিতার ছবি ও নাম প্রকাশিত হতে দেখা গিয়েছে। যা নিয়ে সেই সময় উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই সোশ্যাল মিডিয়ার পাতা থেকে ধীরে ধীরে মুছে দেওয়া হয়েছে নির্যাতিতার ছবি ও নাম। সেই সময় পুলিশও এই বিষয়ে কড়া পদক্ষেপ করেছিল।
(Medical student Death: RG Kar𒁃 কাণ্ডের মাঝে এবার MD পড়ুয়ার মৃত্যু, ২০১৭র নিট টপার নবদীপের দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য )