সবার স্বাস্থ্যের অধিকার: বাংলায় চিকিৎসা খরচ কমাতে স্বাস্থ্য বিমা
7 মিনিটে পড়ুন Updated: 23 Mar 2024, 11:43 AM IST- এই ধরনের সাস্থ্য বীমা বিশেষ করে ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের চিকিৎসার খরচ বহন করার জন্য তৈরি করা হয়েছে। ধারা 80D এর অধীনে একটি আর্থিক বছরে 25,000 টাকা ছাড়ের অনুমতি দেওয়া হয়েছে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে, এই ছাড়ের সীমা হল 50,000 টাকা।
সিনিয়র সিটিজেনদের মেডিকাল ইনসিওরেন্স হাসপাতালে ভর্তি൲, সার্জারি এবং কিছু পূর্ব-বিদ্যমান (প্রি-এক্সিস্টিং) অসুস্থতায় আর্থিক সুরক্ষা দেয়। কিছু সিনিয়র সিটিজেন হ⭕েলথ ইনসিওরেন্স পলিসিতে কো-পেমেন্ট অপশন অন্তর্ভুক্ত থাকে, এর মানে হল এই হেল্থ পলিসি চিকিৎসার খরচের একটি বড় অংশ পরিশোধ করবে এবং বাকিটা আপনাকে দিতে হবে।