কমল সোনার দাম। সেই পতন একেবারে সামা🐎ন্য হলেও বিয🌟়ের মরশুমের শেষের দিকে দাম না বাড়ায় কিছুটা স্বস্তিতে আমজনতা ও ব্যবসায়ী মহল।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax rate with deductions-চাকরি করুন বা ব্যবসা, কো♏নটা বাছা উচিত,🦋 জেনে নিন
বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৪০,১৬০ টাকা। 𝄹এদিন তা ২০ টাকা কমে কিনতে পারবেন ক্রেতারা। ১০ গয়না সোনা ও হলমার্ক সোনার গয়নার দামও ২০ টাকা করে কমেছে।
আরও পড়ুন : New Tax Rate♕ vs Old Tax Rate with Deduct♑ions- চাকুরিজীবীদের জন্য বিশেষ ব্যবস্থা
রুপোর দামও এদিন ক✨মেছে। বৃহস্পতিবারের থেকে এক কেজি খুচরো রুপো কিনতে ২০০ টাকা কম খরচ হবে ক্রেতাদের। শুক্রবার কলকাতায় জিএসটি ছাড়া♔ সোনা ও রুপোর দাম কত থাকবে, তা একনজরে দেখে নেওয়া যাক –
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪৩,১৪০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না⭕ সোনা (১০ গ্রাম) – ৪০,৯৩০ টাকা।
•✤💛 ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম) - ৪১,৫৪০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৭,২০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৭,৩০০ টাকা।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax Rate with deductions- E-Calc🀅ulator ব্যবহার করে দেখুন