রবিবারের পরে সোমবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রিখটার স্কেলে এ দিন কম্পনের মাত্রা ছিল ২.৭। পর পর দুই দিন কম্পনের জেরে আতঙ্ক ছড়াল রাজধানী সংলগ্ন অঞ্চলেও। তবে গতকালের তুলনায় এ দিন কম্পনের মাত্রা কিছু কম ছিল। মনে করা হচ্ছে, গত দিনের কম্পনের প্রতিক্রিয়া বা আফটার শক-ই এ দিনের কম্পনের কারণ।কম্পনের জেরে বিশেষ কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।এ দিকে ফের কম্পন অনুভূত হতেই করোনা সংক্রমণের জেরে আরোপ করা লকডাউন বিধি অমান্য করে বাড়ির বাইরে বেরিয়ে পড়েন আতঙ্কিত বাসিন্দাদের অনেকে।রবিবার দিল্লির কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫। কম্পনের উৎস ছিল রাজধানীর সোনিয়া বিহারে, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। কম্পনের তীব্রতা সম্পর্কে বিশেষজ্ঞদের ব্যাখ্যা, উৎসস্থল বেশি গভীর না হওয়ার কারণেই কম্পনের মাত্রা বিশেষ না থাকলেও তার তীব্রতা বেশি অনুভব করেছেন দিল্লিবাসী।