নির্বাচিত কয়েকটি ঘরোয়া উড়ানের ক্ষেত্রে আগামী ৪ জুন থেকে বুকিং শুরু করল এয়ার ইন্ডꩲিয়া। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে ১ জুন থেকে বুকিং শুরু করা হয়েছে। তবে কয়েকটি নির্বাচিত উড়ানের ক্ষেত্রেই বুকিং করা যাবে।
আরও পড়ুন : COVID-19 Updates: পয়লা এপ্রিল থেকে দেশে করোনা আক্রান্ত বৃদ্ধি𝓀র হার কমেছে ৪০🌱%
শনিবার এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 🎉'বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতির কারণ🌞ে আগামী ৩ মে পর্যন্ত সমস্ত ঘরোয়া উড়ান পরিষেবার বুকিং গ্রহণ করা হচ্ছে না। আর আগামী ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক উড়ানের বুকিং বন্ধ আছে।'
আরও পড়ুন : লকডাউনে বড় ক্ষতির মুখে রেল, কাঁটছাঁট হতে পারে ওভারটাইমের টাকা সহ অন্যান্য💙 সুবিধায়
অর্থাৎ ৩ মে পর্যন্ত ঘরোয়া ও ৩১ মে পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আগামী ৪ মে থেকে নির্বাচিত ঘরোয়া উড়ান🌱 এবং ১ জুন থেকে নির্বাচিত আন্তর্জাতিক উড়ানের বুকিং চালু হয়েছে।'
আরও পড়ুন : Lockdown 2.0-ফের আর্থিক প্যাকেজ দেওয়া হবে, ব🔥ললেন নির্মলা, ২০ এপ্রিল♏ খুলছে ৪৫% ব্যবসা
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতো গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন শুরু হয়। পরে তা বাড়িয়ে আগামী ৩ মে পর্যন্ত করা হয়েছে। সেই সময় পর্যন্ত ♕যাবতীয় ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান পরিষেবা বাতিলের ঘোষণা করা হয়েছিল।