গালওয়ান সংঘর্ষে আহত ভারতীয় জওয়ানদের সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। লেহ'র মিলিটারি হাসপাতালে ১৮ জন ভরতি আছেন আহত জওয়ানরা।সেনা আধিকারিকরা জানিয়েছেন, লেহ'তে পৌঁছেই প্রথমে হাসপাতালে যান সেনাপ্রধান। প্রায় সব আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন। বীরত্বের জন্য তাঁদের প্রশংসা করেন। ভারতীয় সেনার তরফে একটি টুইটবার্তায় বলা হয়, 'দু'দিনের পূর্ব লাদাখ সফরে লেহ'র মিলিটারি হাসপাতালে আমাদের বীর জওয়ানদের সঙ্গে দেখা করলেন জেনারেল এম এম নারাভানে #সিওএএস (সেনাপ্রধান)।' হাসপাতাল সফরের পর গ্রাউন্ড কমান্ডারদের সঙ্গে এলাকার নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা করেন জেনারেল নারাভানে। সূত্রের খবর, চিনের যে কোনও অনৈতিক কার্যকলাপ রুখতে কমান্ডারদের চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার একাধিক সীমান্ত লাগোয়া পোস্টে (চৌকি) গিয়ে সেনাপ্রধান সেখানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে পারেন বলে সূত্রের খবর।এদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, লাদাখের সাংসদ জেমিয়াং শেরিং নামগেলের সঙ্গেও আলাপচারিতা সারেন সেনাপ্রধান। সেখানে উপস্থিত ছিলেন নর্দান আর্মি এবং লেহ কর্পসের কমান্ডাররা।