নিউ জিল্যান্ডে আচমকা জেগে উঠল হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরি। অগ্নুত্পাতের ঠিক আগেই আগ্নেয়গিরির গহ্বরে দেখা গিয়েছিল কয়েক জন পর্যটককে। দুর্যোগে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং একাধিক জখম হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।সোমবার স্থানীয় সময় দুপুর ২.১১ মিনিট নাগাদ আচমকা হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিতে অগ্নুত্পাত শুরু হয়। পুলিশ জানিয়েছে, সেই সময় ওই দ্বীপে পঞ্চাশ জনের কম পর্যটক উপস্থিত ছিলেন।এখনও পর্যন্ত ওই দ্বীপ থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডেপুটি পুলিশ কমিশনার জন টিমস জানিয়েছেন, দ্বীপে উপস্থিত পর্যটকদের মধ্যে নিউ জিল্যান্ডের এবং বিদেশের নাগরিকরা ছিলেন।হোয়াইট আইল্যান্ড, যার স্থানীয় নাম হোয়াকারি নিউ জিল্যান্ডের অন্যতম সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। তবুও জীবনের ঝুঁকি নিয়ে বেসরকারি মালিকানাধীন দ্বীপটিতে পর্যটক সমাগম লেগেই থাকে।অগ্নুত্পাত শুরু হলেও ফের বিপদের আশঙ্কায় দ্বীপে কোনও উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি। রেডি নিউ জিল্যান্ড সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে কয়েক জনের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক।