নোভেল করোনাভাইরাস সংক্রমণ সম্পর্কে যারা গুজব রটাচ্ছে, তাদের অবিলম্বে গ্রেফতার করতে পুলিশক কমিশনারকে♎ চিঠি পাঠালেন বৃহন্মুম্বই পুর নিগম প্রধান।
রবিবার চিঠি মারফত মুম্বই শহরের পুল𝓡িশ কমিশনার পরম বীর সিংকে পুরপ্রধা🔜ন প্রবীণ পরদেশি জানিয়েছেন, Covid-19 সংক্রমণের জেরে তৈরি সংকটজনক পরিস্থিতির মোকাবিলা করার প্রস্তুতি নিয়েছে বিএমসি। কিন্তু হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক ইত্যাদিতে নিয়মিত পোস্ট করা গুজবের জেরে শহরে আতঙ্ক ছড়াচ্ছে।
এই ভাবে উদ্দেশ্যপ্রণোদিত গুজব যারা রটাচ্ছে, তাদের বিরুদ্ধে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইনের ৫৪ ধারায় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনারের কাছে আর্জি জাဣন🐼িয়েছেন পুরপ্রধান।
আইনের ওই ধারায় বলা হয়েছে, বিপর্যয় সংক্রান্ত মিথ্যা স﷽তর্কবার্তা বা হুমকি অথবা তার জেরে বিপদের পূর্বাভাস করে যে বা যারা আতহ্ক ছড়ায়, দোষী প্রমাণিত হলে তাদের একবছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা করা হবে।