Coronavirus Testing Labs in Bengal: রাজ্যে কোন কোন বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে, দেখে নিন তালিকা
1 মিনিটে পড়ুন Updated: 10 Apr 2020, 12:54 PM ISTআইসিএমআরের স্বীকৃতি পেয়েছে চারটি বেসরকারি ল্যাব।
আইসিএমআরের স্বীকৃতি পেয়েছে চারটি বেসরকারি ল্যাব।
রাজ্যের কয়েকটি সরকারি হাসপাতালের ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে। সঙ্গে আরও দুটি বেসরকারি ল্যাবেও নমুনা পরীক্ষার ছাড়পত্র দিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। সেই তালিকায় যুক্ত হল আরও দুটি বেসরকারি লಌ্যাব।
আরও পড়ুন : Covid-19 কীভাবে এক তরুণী আই𝄹এএস অফিসারে নেতৃত্ব করোনাকে কাবু করল রাজস্থানের ভিলওয়ারা
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বেলেঘাটার নাইসেড, এসএসকেএম, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিকাল মে🌺ডিসিনে নমুনা পরীক্ষার ছাড়পত্র দিয়েছে আইসিএমআর। এছাড়াও কলকাতার অ্যাপোলে হাসপাতাল ও টাটা মেডিক্যাল সেন্টারেও করোনা পরীক্ষা হচ্ছে।
আরও পড়ুন : COVID-19 Updates: উজ্জ্বলা যোজনায় বিনღামূল্য꧅ে গ্যাস, শনিবারের মধ্যে অ্যাকাউন্টে ঢুকছে টাকা
এবার পঞ্চসায়েরের পিয়ারলেস হাসপাতাল ও সল্টলেকের আমরি হাসপাতালও করোনা পরীক্ষার জন্য আইসিএমআরের ছাড়পত্র পেয়েছে। ফলে আপাতত চারটি বেসরকারি হাসওপাতাল-সহ আইসღিএমআর স্বীকৃত রাজ্যের মোট ন'টি হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে।