তিনজন তাঁর স্ত্রী। সন্তানও নেহাত কম নয় - ১৬ জন। আর করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মৃত বৃদ্ধের তিন স্ত্রী-সহ সব সন্তানকেই পাঠানো হল কোয়ারেন্টাইনে। ঘটনাটি কর্নাট🌳কের তুমকুরের।
আরও পড়ুন :Covid-19 lockdown: ঘরবন্দি গৃহস্থের যৌন ইচ্ছা বাড়ায় তুঙ্গে কন্ডোমে♌র বাজার
শুক্রবার সকালে ৬৫ বছরের ব্যক্তির মৃ্ত্যু হয়। তুমকুরের ডেপুটি কমিশনার কে রাকেশ কুমার জানান, দিল্লি জামা মসজিদে ছিলেন বৃদ্ধ। তারপর গত ১৪ মার্চ ট্রেনে করে বেঙ্গালুরুতে ফে💖রেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে,বৃদ্ধের সংস্🍸পর্শে এসেছিলেন কমপক্ষে ৩৩ জন। তাঁদের খোঁজ চলছে।
আরও পড়ুন : COVID🐷-19 Update: সংক্রমণ রুখতে মোদীর ভরসা 'করোনা কবচ'
বৃদ্ধের পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী ও সন্তানদের পাশাপাশি𝓡 পরিবারের আরও ১০ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : Covid-19🔯 update: ভারতে করোনা♕ভাইরাসের প্রথম ছবি মিলল পুণের পরীক্ষাগারে
উল্লে🐈খ্য, গত বৃহস্পতিবার দুপুর দুটো থেকে শুক্রবার দুপুর দুটো পর্যন্ত কর্নাটকে আ🐷রও ন'জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪। নতুন করে আক্রান্তদের মধ্যে ১০ মাসের এক শিশুও আছে। দক্ষিণ কন্নড়ের ওই শিশুর পরিবার সম্প্রতি কেরালায় গিয়েছিল বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।