এতদিন বলা হচ্ছিল, মাস্ক ব্যবহার না করলেও হবে। তবে এবার আমজনতাকে বাড়িতে তৈরি মা💖স্ক পরার আর্জি জানাল কেন্দ্র।
আরও পড়ুন : Coronavirus Update: আগামীকাল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পর জ্বালাবেন🍸 না প্রদীপ-মোমবাতি
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি টুইটবার্তায় বাড়িতে তৈরি মাস্ক ব্যবহারের ক্ষেত্রে একাধিক পরামর্শ সম্বলিত একটি পিডিএফ প্রকাশ করা হয়। তাতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব ও ব্যক্তিগত হাইজিন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের কয়েকটি দেশ বাড়িতে তৈরি মাস্ক ব্য𒐪বহার করে সাফল্য পেয়েছে। ব্যক্তিগত হাইজিন বজায় রাখার ক্ষেত্রে এরকম মাস্ক ভালো। স🍃ামগ্রিক স্বাস্থ্যের হাইজিন বজায় রাখতেও সাহায্য করবে এরকম মাস্ক।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, 'সেজন্য যাঁরা অসুস্থ নন বা যাঁদের শ্বাসকষ্টজনিত সমস্যা নেই, তাঁদের বাড়িতে তৈরি পুনর্ব্যবহারযোগ্য মাস্𒀰ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষত তাঁরা যখন বাড়ি থেকে বেরোবেন (তখন এরকম মাস্ক ব্যবহার করবেন)। তা সমাজকে সুরক্ষিত করবে।'
আরও পড়ুন : রাত ন'টায় সবাই আলো বন্ধ করলে মারাত্মক চཧাপ পড়বে বিদ্যুতের গ্রিডের ওপর, জরুরি বৈঠক মন্ত্রকের
তবে স্বাস্থ্যকর্মী বা যাঁরা করোনা আক্রান্তে সং🎐স্পর্শে আসছেন বা যিনি করোনা আক্রান্ত, তাঁর ক্ষেত্রে এই মাস্ক ব্যবহার করা যা𒀰বে না বলে জানিয়েছে কেন্দ্র।