করোনাভ꧂াইরাসের জেরে গোটা দেশ লকডাউনে। আপাতত জাতীয় সড়কে টোল সংগ্রহ করবে না কেন্দ্র বলে জানিয়েছে সড়ক পরিববণ ও হাইওয়ে মন্ত্রক। বুধবার রাতে এই কথা জানিয়েছেন সংশ্লিষ্ট দফতরেꦉর মন্ত্রী নিতিন গডকড়ি।
তিনি বলেন♈ যে অত্যাবশ্যক পরিষেবায় যুক্ত যারা, তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুইটারে এই সিদ্ধান্তের কথা জানান গডকড়ি। তিনি বলেন সমস্ত টোল প্লাজায় আপাতত টাক🦩া নেওয়া যাবে না। এতে মূল্যবান সময় বাঁচবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
তবে টোল প্লাজাগুলি খো💝লা থাকবে জাতীয় সড়ক দেখভাল করার জন্য ও জরুরি প্রয়োজনীয়🤪 জিনিসপত্রও সেখানে মজুত থাকবে বলে জানিয়েছেন তিনি। লকডাউনের ফলে এমনিতেই রাস্তা শুনশান। তাই বিশেষ তেমন কোনও রাজস্ব আসার সম্ভাবনাও ছিল না টোল সংগ্রহের মাধ্যমে। আপাতত টোল সংগ্রহ মুলতুবি রেখে জরুরি পরিষেবায় রত মানুষদের সুবিধা করে দিলেন নিতিন গডকড়ি।