Covid-19 রোগীদের সুস্থ করতে ক🍌াজে দিয়েছে প্লাজমা থেরাপি,𝐆 জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
করোনা চিকিৎসায় দিল্লিতে পরীক্ষামূলক প্লাজমা থেরাপির প্রাথমিক পর্যায়ে সাফল্য মিলেছে 𒅌বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালে চিকিৎসায় সেরে ওঠার পর রোগীকে বাড়ি ফেরত পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, দিল্লিতে মুষ্টিমেয় হাসপাতালে প্লাজমা থেরাপি প্ꦬরয়োগ করার অনুমোদন দেওয়া হয়েছে, যার অন্যতম লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতাল।
এর আগে কেন্দ্রীয় প্রশাসনের তরফ জানানো হয়েছে যে, শুধুমাত্র পরীক্ষামূলক ক্ষ▨েত্রেই এই চিকিৎসা পদ্ধতি ☂ব্যবহার করা যাবে।
কেজরিওয়ালের দাবি, দিল্লিতে এ পর্যন্ত কর🎃োনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ১,১০০ রোগীর কাছে প্লাজমা সংগ্রহের উদ্দেশে রক্তদান করার আদন জানানো হয়েছে। তাঁদের অধিকাংশই রক্ত দিতে রাজি হয়েছেনꦆ। তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
কেজরিওয়াল জানান, রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। 𒁏তবে নতুন কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।