দিল্লি বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোটদানের রেকর্ড গড়ল তিনটি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র। পরিসংখ্যান বলছে, শনিবার সর্বোচ্চ হারে ভোট পড়েছে মুস্তাফাবাদ, মতিয়া মহল এবং সী🌞লামপুরে।
নির্বাচন আধিকারিকদের থেকে প্রাপ্ত হিসেব অ🦄নুযায়ী, গতকাল উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদে বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের ෴হার ছিল ৬৬.২৯%।
আরও পড়ুন: Delhi Exit Poll: বুথফেরত সমীক্ষায় সাফ, দিল্লির মসনদে বসার দৌড়ে এগিয়ে AAP
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তীব্রতম প্রতিবাদে সরব পুরনো দিল্লির মতিয়া মহඣলে শনিবার বিকেল পর্যন🍬্ত ভোট পড়েছে ৬৫.৬২%।
অন্য দিকে, সংখ্যালঘু অধ্যুষিত সীলামপুরে ওই দিন বিকেল পর্যন্ত নির্বাচন বুথে ভোটারদের উপস্🧸থিতি ছিল ৬৪.৯২%। উল𓂃্লেখ্য, সিএএ বিরোধী প্রতিবাদের জেরে গত ডিসেম্বর মাসে সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছিল এই সীলামপুরই।
বিকেল পাঁ൩চটা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, দিল্লি বিধানসভা নির্বাচনে সর্বমোট ভোটদানের হার দাঁড়ায় ৫৭.৮৭%।