💙 তাঁর আহ্বানে সাড়া দিয়ে দেশবাসী কখনও থালা বাজিয়েছেন। কখনও হাততালি দিয়েছেন। কখনও আবার প্রদীপ জ্বালিয়েছেন। তা প্রত্যেককে অনুপ্রাণিত করেছে বলে বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
আরও পড়ুন : 🌼একদিনে আক্রান্ত ১৯৯০, ভারতে নয়া রোগীর সংখ্যায় রেকর্ড বৃদ্ধি শনিবারে
🎶করোনাভাইরাস যুদ্ধে যেভাবে দেশবাসীরা এগিয়ে এসেছেন, তা নিয়ে রবিবার 'মন কি বাত'-এ বারেবারে প্রশংসা করেন মোদী। তিনি বলেন, 'হাততালি, প্রদীপ, মোমবাতি ও যে অনুভূতি তৈরি করেছেন মানুষ, যে মনোভাবের সঙ্গে মানুষ কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তা সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে।'
আরও পড়ুন : 🔯Lockdown 2.0: তেসরা মে'র পরও লকডাউন বাড়ানোর পক্ষে এই রাজ্যগুলি
🍌করোনা মোকাবিলায় যেভাবে দেশবাসী নিজেদের ভূমিকা পালন করছেন, তারও প্রশংসা করেন মোদী। তাঁর কথায়, 'শহর থেকে গ্রাম - সবজায়গায় মানুষে এই প্রচেষ্টায় সামিল হয়েছেন। আমাদের চাষিদের দিকেই দেখুন। মহামারীর মাঝেই তাঁরা দিনরাত মাঠে কাজ করছেন। যাতে কাউকে খিদে পেটে নিয়ে ঘুমোতে না হয়। প্রত্যেকে নিজের সামর্থ্য মতো লড়াই করেছেন।' পাশাপাশি, সেই লড়াই নিয়ে সারা বিশ্বেও আলোচনা হবে বলে নিশ্চিত মোদী।