রবিবার লকডাউনের মাঝেই কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন অঞ্চলের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।এ দিন দুপুর ২টো নাগাদ মাঝারি মাপের ভূমিকম্প অনুভূত হয় দিল্লি ও সংলগ্ন অঞ্চলে। লকডাউনে ঘরবন্দি মানুষের মধ্যে এর জেরে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই নিষেধাজ্ঞার পরোয়া না করে বাড়ির বাইরে এসে ভিড় করেন।এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বড়সড় ক্ষতির সন্ধানও মেলেনি। করোনাভাইরাস সংক্রমণের জেরে আরোপিত লকডাউনে এই নিয়ে তৃতীয় বার ভূমিকম্পের সাক্ষী থাকল দিল্লি।