প্রত্যাশিতই ছিল। লকডাউনের দরুণ পুরো এপ্রিল মাসে কার্যত বন্ধ ছিল অর্থনৈতিক কার্যকলাপ। তাই শিল্পোত্পাদন যে সংকুচিত হবে সেটাই স্বাভাবিক। আটটি মূল শিল্পে উৎপাদন কমেছে ৩৮.১২ শতাংশ।মার্চে উৎপাদন কমেছিল ৯ শতাংশ। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সিমেন্ট ও ইস্পাত শিল্পে। আটটি মূল শিল্পের মধ্যে একটিতেও বাড়েনি উৎপাদন। সবচেয়ে ভালো করেছে সার শিল্প যেখানে উৎপাদন কমেছে ৪.৫ শতাংশ। অন্যদিকে সিমেন্ট শিল্পে উৎপাদন কমেছে ৯০ শতাংশ। আটটি কোর সেক্টর হল কয়লা, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, রিফাইনারি, সার, ইস্পাত, সিমেন্ট ও বিদ্যুৎ শিল্প। এগুলি সবমিলিয়ে ভারতের শিল্পোৎপাদনের সূচকের ৪০.২৭ শতাংশ এটি। আগামী কিছুদিনে অর্থনীতির হাল আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।