বাংলা নিউজ > হাতে গরম > Fact Check-৩০ শতাংশ পেনশন কমাচ্ছে কেন্দ্র? সত্যিটা জানুন
করোনার জেরে🌞 ভারতীয় অর্থনীতি বিপাকে। স্তব্ধ ব্যবসা,𒈔 কলকারাখানা। বিভিন্ন উপায় বাজেট কাঁটছাঁট করে আম-আদমির হাতে টাকা পৌঁছানোর জন্য চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এর ফলেই বাজারে নানান রকম গুজব রটছে।
একটা হল যে পেনশন কমিয়ে দেও💫য়া হবে ৩০ শতাংশ করে। কেউ কেউ আবার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড পাচ্ছেন ৮০ বছরের ওপর মানুষেরা এবার থেকে আর পেনশনই পাবেন না। কেন্দ্রীয় সরকার জনসংযোগ বিভাগ ( প্রেস ইনফর্মেশন ব্যুরো) অবশ্য এই সমস্ত গুজব খণ্ডন করেছে। টুইটারে পিআইবি হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়-
এরকম প্রচুর গুজব রটছে। সেগুলি সম্পর্কে ধারাবাহি📖ক ভাবেই পিআইব🔴ি-র তরফ থেকে ফ্যাক্টচেক করা হচ্ছে যাতে মানুষ বিভ্রান্ত না হয়ে পড়েন।
হাতে গরম খবর