করোনার জেরে ভারতীয় অর্থনীতি বিপাকে। স্তব্ধ ব্যবসা, কলকারাখানা। বিভিন্ন উপায় বাজেট কাঁটছাঁট করে আম-আদমির হাতে টাকা পৌঁছানোর জন্য চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এর ফলেই বাজারে নানান রকম গুজব রটছে।একটা হল যে পেনশন কমিয়ে দেওয়া হবে ৩০ শতাংশ করে। কেউ কেউ আবার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড পাচ্ছেন ৮০ বছরের ওপর মানুষেরা এবার থেকে আর পেনশনই পাবেন না। কেন্দ্রীয় সরকার জনসংযোগ বিভাগ ( প্রেস ইনফর্মেশন ব্যুরো) অবশ্য এই সমস্ত গুজব খণ্ডন করেছে। টুইটারে পিআইবি হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়- এরকম প্রচুর গুজব রটছে। সেগুলি সম্পর্কে ধারাবাহিক ভাবেই পিআইবি-র তরফ থেকে ফ্যাক্টচেক করা হচ্ছে যাতে মানুষ বিভ্রান্ত না হয়ে পড়েন।