আর্জি জানিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমতো 'জনতা কার্ফু'-র বিকেলে নিশ্চ🔥যဣ়ই হাততালি দিয়েছেন! তাতে কিন্তু করোনাভাইরাস মরবে না। অত্যন্ত এমনটাই বলছে কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
আরও পড়ুন : Janata Curfew: ধর্মতলা-সায়েন্স সিটি-সেক্টর ফাইভ, 'জনতা 🍃কার্ফু'-তে স্বতঃস্ফূর্ত সাড়া কলকাতার
গত বৃহস্পতিবার জাত🌞ির উদ্দেশে ভাষণে 'জনতা কার্ফু'-র বিকেলে হাততালি দেওয়া, কাঁসর-ঘণ্টা-থালা বাজানোর আর্জি জানিয়েছিলেন মোদী। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া ও হোয়্যাটসঅ্যাপে একটি মেসেজ ছড়িয়ে পড়ে। তাতে দাবি করা হয়, 'জনতা কার্ফু'-র দিন হাততালি দিলে যে কম্পন তৈরি হবে, তার ফলে করোনার বিনাশ হবে। কেউ কেউ তা আবার বিশ্বাসও করেছেন। কিন্তু পিআইবির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, এই দাবির কোনও সারবত্তা নেই।
আরও পড়ুন : জরুরি পরিষেবায় নিযুক্ত সকলকে 𝄹হাততালি দিয়ে কুর্নিশ জানালেন দেব-শ𒈔ুভশ্রীরা
রবিবার পিআইবির তথ্য যাচাইকারী টুইটার হ্যান্ডেল @PIBFactCheck থেকে বলা হয়, 'না! সবাই একসঙ্গে হাত🅷তালি দিলে করোনাভাইরাস ধ্বংস হবে না। যাঁরা করোনাভাইরাসের মোকাবিলায় নিঃস্বার্থভাবে জরুরি পরিষেবার কাজ করছে♕ন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ বিকেল পাঁচটার সময় জনতা কার্ফুর হাততালির উদ্যোগ নেওয়া হয়েছে।'