বলিউডের থেকে খুব ꧃বেশি আলাদা নয় এদিন টলিগঞ্জের ছবিটাও। বিকাল পাঁচটা বাজতেই এদিন হাততালি দিয়ে কিংবা শঙ্খ, কাঁসর, ঘন্টা বাজিয়ে এই কঠিন সময়ে জনতার সেবায় নিয়োজিত মানুষদের ধন্যবাদ জ্ঞাপন সারলেন বাংলা সেলেবরা। রাজ-শুভশ্রী থেকে দেব, প্রধানমন্ত্𝓡রী নরেন্দ্র মোদির এই উদ্যোগের অংশ হলেন সকলেই।
করোনা সংক্রমমে জর্জরিত গোটা বিশ্ব। করোনা ক্রমেই থাবা বসাচ্ছে ভারতে। ইতিমধ্যেই এই মহামারী প্রাণ কেড়েছে ৭ ভারতীয়র। কিন্তু এই সময়ও নিজেদের জীবনের পরোয়া না করে দিনরাত সেবার কাꦆজে নিযুক্ত চিকিত্সক, নার্সরা। এদিন আরবানা কমপ্লেক্সের ব্যালকনিতে দাঁড়িয়ে সপরিবারে🅷 সেই সব মানুষদের ধন্যবাদ জানালেন রাজ-শুভশ্রী জুটি। একসঙ্গে গলা মিলিয়ে বললেন 'আমরা করব জয়'।
সাউথ সিটিতে নিজের ফ্ল্যাটের ব্যকলনিতে বসেই হাততালি দিয়ে থ্যাংঙ্কস গিভিং সারলেন অভিনেতা তথা তৃণমূল সাংস𝔍দ দেব।
আপতত হোম কোয়ারেন্টাইন💟ে রয়েছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। ঘরে বসেই নিজের আবাসনের বাইরে ছবি মুঠোফোনে বন্দি করেছেন মিমি। ধন্যবাদ জ্ঞাপনের এই মহাযজ্ঞে শামিল তাঁর সহকর্মী তথা বোনুয়া নুসরত জাহানও।
ঘরবন্দি হয়ে থাকার এই সময়টায় একসঙ্গেই সময় কাটাচ্ছেন টলিগঞ্জের লাভ বার্ডস অঙ্কুশ-ঐন্দ্রিলা। এদিনের ধন্যবাদ জ্ঞাপনের ঝলক মুঠোফোনে লেন্সবন্দꦍী করেছেন ঐন্দ্রিলা। অন্যদিকে দুজনের একটি রোম্যান্টিক ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে পোস্ট করেছেন অঙ্কুশ।
বাড়ির ছাদে উঠে এই ধন্যবাদ জ🅠্ঞাপনের যজ্ঞে শামিল হলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র।
প্রসঙ্গত,১৯ মার্চ জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে একজোট হয়ে রবিবার দ༺েশজুড়ে জনতা কার্ফু পালনের। পাশাপাশি এই কঠিন সময়েও জরুরি পরিষেবায় নিযুক্ত যেসব মানুষজন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন সেই সব চিকিত্সক, নার্স, পুলিশ, প্রসাশনিক কর্মচার🌃ীদের ধন্যবাদ জ্ঞাপনের জন্য রবিবার বিকাল পাঁচটায় করতালি কিংবা কাঁসর,ঘন্টা বাজানোর ডাক দিয়েছিলেন মোদি।