ভারত-অস্ট্রেলিয়া টেস্ট মানেই ঘটনাবহুল। ব্যতিক্রম হল না পার্থ টেস্টও। ভাইরাল হয়েছে দু’দলের ক্রিকেটারদের মধ্যে বিভিন্ন উত্তেজনাকর মুহূর্তের ভিডিয়ো। দ্বিতীয় দিনের শেষে টেস্টে অনেকটাই ভালো জায়গায় রয়েছে ভারত। দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং কেএল রাহুল অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুরন্ত কামব্যাক করেছেন যশস্বী। দ্বিতীয় দিনের শেষে রাহুল এবং যশস্বীর ব্যাট🌊িংয়ের উপর ভর করে ভারতের স্কোর বিনা উইকেট হারিয়ে ১৭২। ১৯৩ বলে ৯০ করে অপরাজিত রয়েছেন যশস্বী এবং ১৫৩ বলে ৬২ রানে অ𒁏পরাজিত রয়েছেন রাহুল।
তবে যশস্বী যখন ব্যাট করছিলেন তখনই একটি মজার ঘটনা ঘটল মাঠে। ভাইরাল হয়েছে ভিডিয়ো। ঘটনাটি ঘটে ভারতের দ্বিতীয় ইনিংসের ৪৩.৪ ওভারে। তখন বল করছিলেন মিচেল মার্শ। তাঁর বল হালকা করে ডিফেন্স করেছিলেন যশস্বী, বলটি সোজা অজি ক্রিকেটার মার্নাস ল্যাবুশানের হাতে চলে গিয়েছিল। সেই সময় ক্রিজের বাইরে ছিলেন জসওয়াল। সেটা দেখে ল্যাবুশানে বল উইকেটে ছোড়ার অভিনয় করতে থাকেন। সেটা নজরে আসে যশস্বীর। তিনি এরপর ক্রিজের ঠিক এক পা দ🌌ূরে দাঁড়িয়ে যান। এরপর যতবার ল্যাবুশানে বল ছোড়ার অভিনয় করেন ততবার যশস্বীও একই কায়দা করতে থাকেন। এই ভাবে বেশ মজার একটি দৃশ্য ফুটে ওঠে। যশস্বীকে দেখে মনে হচ্ছিল তিনি যেন ল্যাবুশানেকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তাঁকে আউট করার জন্য।
উল্লেখ্য, দ্বিতীয় দিনের শেষে প্রথম টেস্ট জেতার ব্যাপারে অনেকটা এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের প্রথম ইনিংস দেখার পর অতি বড় সমর্থকও ভাবতে পারেননি ভারত এত ভালো খেলবে। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অল-আউট হয়ে গিয়েছিল ভারত। তবে খেলা ঘুরিয়ে দেন বোলাররা। ইনিংসের শুরুতেই একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন জসপ🐎্রীত বুমরাহ, হর্ষিত রানা, মহম্মদ সিরাজরা। প্রথম দিনেই ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। বাকি ৩টি উইকেট পড়ে দ্বিꦇতীয় দিন সকালে। প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে লড়াইটা ভালোই শুরু করেছে দুই ওপেনার। দ্বিতীয় দিনের শেষে ইন্ডিয়ার স্কোর বিনা উইকেট হারিয়ে ১৭২। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের পর ভারতের কাছে বর্ডার-গাভাসকর ট্রফির গুরুত্ব অনেকটা বেড়𓆉ে গেছে। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ১ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়☂া। অন্যদিকে ২ নম্বরে রয়েছে ভারত।