ইতিহাস এই প্রথমবার। করোনাভাইরাস প্রকোপের জন্য পুরীর জগন্নাথ মন্🐬দিরে ভগবান জগন্নাথের স্নান পূর্ণিমায় অংশ নিতে পারলেন না ভক্তরা।
রথযাত্রার আগে ভগবান জগন্নাথের স্নান পূর্ণিমায় প্রতি বছর অসংখ্য ভক্তের সমাগম হয়। 🌸থিকথিক করে ভিড়। কিন্তু এবার ছবিটা একেবারে আলাদা ছꦏিল। পুরোহিতরা সেই উৎসবে সামিল হয়েছিলেন। দ্বাদশ শতাব্দীর জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসক কৃষ্ণন কুমার জানান, প্রায় ৮০০ জন পুরোহিত সামিল হয়েছিলেন। সংক্রমণের আশঙ্কা দূর করতে প্রত্যেকের করোনা পরীক্ষা হয়েছিল। তিনি বলেন, 'এটা মন্দিরের ইতিহাসে সম্ভবত প্রথমবার, যখন একজনও ভক্তের উপস্থিতি ছাড়া এই উৎসব পালিত হল।'
জমায়েত এড়াতে আগেভাগেই মন্দিরের চারপাশে ১৪৪ ধারা জারি করেছিল পুরী জেলা প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে ১,০০০-র বেশি পুলিশ মোতায়েন করা হয়েছিল। ♈জেলাশাসক বলবন্ত সিং বলেন, 'ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, কারণ হাজার হাজার মানুষ মন্দির চত্বরে থাকতেন। ফলে সামাজিক দূরত্বের বিধি মেনে চলা অসম্ভব হত।'