একলাফে দাম বাড়ল সোনার। শনিবার কলকাতার বাজারে হলুদ ধাতুর দাম প্রাജয় ৯০০ টাকার বেশি থাকবে।
আরও পড়ুন : করো🐎নাভাইরাস ছড়াতে পারে টাকা-পয়সা নাড়াচাড়ায়, সতর্ক🐼 করল ‘হু’
শুক্রবার কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম ছিল ৪১,০🍬৪৫ টাকা। আজ তা একলাফে বেড়ে ৪২,০০০ টাকার কাছে পৌঁছে গিয়েছে। শুক্রবারের থেকে ৮১০ টাকা বেড়েছে ১০ গ্রাম গয়না সোনার দাম। ৪০,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছ🌌ে হলমার্ক সোনার গয়নার দাম। আজ ১০ গ্রাম হলমার্ক সোনার দাম থাকবে ৪০,৩৫০ টাকা।
আরও পড়ুন : করোনা সতর্কতায় নয়া ঘোষণা কেন্দ্রের! বাড়ি থেকে কাজ করতে পারবꦅেন এই কর্মচারীরা
অন্যদিকে, গত কয়েকদিনে টানা দাম কমার পর প্রায় ২,০০০ টাকা বেড়েছে কেজিপ্রতি রুপোর দাম। শুক্রবারের থেকে আজ এক কেজি খুচরো র🍨ুপো কিনতে ১,৯৫০ টাকা বেশি খরচ হবে। সঙ্গে যোগ হবে জিএসটি।
শনিবার কলকাতায় জিএসটি ছাড়া সোনা ও রুপোর দাম কত থাক🍸বে, তা একনজরে দেখে নেওয়া যাক –
• ২৪ ক্যারাট, পাক🌱া সোনা (১০ গ্রাম) – ৪১,৯০০🐼 টাকা।
• ২২ ক্যাꦡরাট,ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ গয়না সোনা (১০ গ্রাম) – ৩৯,৭৫০ টাকা।
• ২২ ক্যারাট, 𒆙হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম) - ৪০,৩৫০ টাকা।
• রুপোর বাট (প্রতি কেজি) – ৩৮,৮০০ টাকা।
• খুচরো রুপো (প্রতি কেজি) – ৩৮,৯০০ টাকা।
আরও পড়ুন : Covid-19 precautions: মাস্ক পরলেই কি�🌱� সংক্রমণ এড়ানো যায়? জানুন আসল তথ্য