করোনাভাইরাস সংক্রমণের জেরে তৈরি হওয়া লোকসান ভরতে বিক্রি বাড়ায় শুক্রবার উল্লেখযোগ্য হারে পড়ল সোনার দাম।Covid 19-র প্রকোপ বাড়ার প্রভাবে লোকসানের সম্মুখীন বিনিয়োগকারীরা। এই অবস্থায় সোনা বিক্রি হু হু করে বেড়ে যাওয়ায় এ দিন দিল্লিতে ১,০৯৭ টাকা কমে ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৪২,৬০০ টাকায়। গত মরশুমে এই দাম ছিল ৪৩,৬৯৭ টাকা।বিশ্বজুড়ে শেয়ারবাজারে ধস নামায় গত প্রায় সাত বছরে সোনার দামে বৃহত্তম সাপ্তাহিক পতনের সাক্ষী থাকল বাজার। শেয়ারবাজারের পতন রোধ করা না গেলে সোনার বিক্রয়মূল্য আরও চাপের মুখে পড়বে, কারণ ক্ষতির পরিমাণ কমাতে সোনা বিক্রিতে জোর দেবেন বিনিয়োগকারীরা। এমনই মনে করছেন মোতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সংস্থার কমোডিটিজ রিসার্চ বিভাগের ভিপি নবনীত দামানি।সোনার সঙ্গে পাল্লা দিয়ে এদিন দেড় হাজার টাকার চেয়েও বেশি কমেছে রুপোর দাম। দামানির মতে, ‘বাজারে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে এবং লোকসান রুখতে নিশ্চিন্ত সম্পত্তিতেও হাত পড়ছে লগ্নিকারীদের।’পাশাপাশি, এ দিন দুপুরে কিছুটা পুনরুদ্ধার হয়েছে টাকার দাম। আতঙ্কগ্রস্ত মুদ্রাবাজারে স্থিতি আনতে রিজার্ভ ব্যাঙ্ক প্রত্যক্ষ ভূমিকা নেওয়ার পরে ডলার বিনিময়ে এ দিন ৩৬ পয়সা বেড়েছে টাকার দাম।