দাম বাড়ার নতুন রেকর্ড তৈরি করে সপ্তাহ শেষ করল সোনা। সপ্তাহের সর্বোচ্চ ৪.৬% উত্থানের জেরে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ২,৫০০ টাকা বেড়েছে এই সপ্তাহে।এমসিএক্স সূচকে ১.২% বৃদ্ধির ফলে শুক্রবার প্রতি ১০ গ্রাম সোনার দাম গিয়েছে ৫৩,৪২৫ টাকা। সপ্তাহে সর্বোচ্চ দাম গিয়েছে প্রতি ১০ গ্রামে ৫৩,৭০০ টাকা। ওই দিন সূচকে ৩.৬% বৃদ্ধির ফলে প্রতি কেজি রুপোর দাম দাঁড়ায় ৬৪,৯৭০ টাকা। করোনাভাইরাস সংক্রমণের জেরে বিশ্ব অর্থনীতিতে মন্দা গতি দেখা দেওয়ায় সোনায় বিনিয়োগের প্রবণতা বাড়তে দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত ৩৫% বেড়েছে সোনার দর। পাশাপাশি, ডলার দাম দুর্বল থাকায় এবং বিশ্বব্যাপী সুদের হার তলানিতে ঠেকার প্রভাবেও সোনার বাজার চাঙ্গা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সপ্তাহের গোড়ায় মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে সব রকম চেষ্টার প্রতিশ্রুতি দেয় আমেরিকার ফেডেরাল রিজার্ভ। তারই প্রভাবে স্পট গোল্ড সূচকে শুক্রবার নতুন রেকর্ড তৈরি করে সোনার দাম প্রতি আউন্সে দাঁড়ায় ১,৯৮৩.৩৬ ডলার। অন্য দিকে, আগামিকাল সোমবার গোল্ড বন্ডের পঞ্চম দফা বাজারে ছাড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। বাজারচলতি প্রতি গ্রাম সোনার হিসেবে নির্ধারিত হবে ইস্যুপ্রতি বন্ডের দাম।