লকডাউনের বাজারে সোনার দাম বেড়ে বুধবার নতুন শিখর স্পর্শ করল। প্রতি ১০ গ্রাম💮ে পাকা সোনার দাম পেরিয়ে গেল ৪৬,৭০০ টাকার স্তর।
মঙ্গলবার ছুটির দিন থাকায় বাজার বন্ধ ছিল, তবে এ দিন সকালে ভারতে সোনার দাম ২% বেড়ে প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছিল ৪৬,ꦜ২৫৫ টাকা।
পাশাপাশি এ দিন রুপোর দাম প্রতি কেজিতে ১.৪% এর ♏বেশি বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৪৪,৩৫০ টাকা।
বাজার বিশেষজ্ঞ হরিশ ভি-এক মতে, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা এবং লকডাউনের জেরে বিভিন্ন ব্যাঙ্কে ছাড়ের ব্যবস্থা হওয়ায় সোনার দামে যে উত্থান ꩵদেখা দিয়েছে, তা এখন কয়েক দিন বহাল থাকবে। বিনিয়োগকারীরা এখন করোনা সংকটে বিধ্বস্ত অর্থনীতি বাঁচাতে নিরাপদ সম্পদে লগ্নি করতে আগ্রহী হবেন।
আবার এরইꦓ পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে দোকান-বাজার বন্ধ থাকায় এবং ডলারের দাম উত্তরোত্তর চড়ার ফলে ꧙বিরুদ্ধ চাপও তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে সোনার দামের উপরে।
কতরোনা সংক্রমণের কারণে চলতি আর্থিক বছরে বিশ্ব অর্থনীতি প্রা﷽য ৩% সংকোচন হবে বলে পূর্বাভাস করেছে আন্তর্জাতিক আর্🍸থিক তহবিল (আইএমএফ)।
বিশ্ববাজারেও সংক্রমণের প🔯্রভাব দেখা দিয়েছে সোনা বেচাকেনার উপরে।