বাংলা নিউজ > হাতে গরম > প্রাণভিক্ষার আর্জির জেরে ১৪ দিন পিছোল নির্ভয়াকাণ্ডে ফাঁসি
পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডে দোষী চার বন্দির ফাঁসি🥃। বুধবার দিল্লি প্রশাসনের তরফে দিল্লি হাইকোর্টকে জানানো হয়েছে, ২২ জানুয়ারি ওই চার দণ্ডিতের ফাঁসি কার্যকর করা সম্ভব হবে না।
এ দিন দিল্লির আম আদমি পার্টি সরকার জানিয়েছে, ২২ জানুয়ারি সকাল সাতটায় নির্ভয়াকাণ্ডে দণ্ডিত মুকেশ সিং, পবন গুপ্তা, অক্ষয় সিং ঠাকুর ও বিনয় শর্মার ফাঁসি কার্যকর করা সম্ভব হবে না। জানা গিয়েছে, রাষ্ট্রপতির কাছে ওই চার ফাঁসির আসামি🏅 প্রাণভিক্ষার 🎃আর্জি জানানোর পরে তা নাকচ হয়ে গেলেও আ🦩ইন অনুযায়ী ফাঁসির আসামিদের তার পরে ১৪ দিন সময় দেওয়া হয়। সেই নিয়ম মেনেই ২২ জানুয়ারি মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।