বাংলা নিউজ > হাতে গরম > ITR form revised- করোনার জেরে পিছিয়েছে সময়সীমা, নয়া আইটিআর ফর্ম দেবে CBDT
করোনার জেরে বিভিন্ন ডেডলাইন পিছিয়ে দিয়েছে আয়কর দফতর। তার সুবিধা যাতে গ্রাহকরা পেতে পারেন, তার জন্য এবার নয়া ইনকাম ট্যাক্স রিটার্ন 🍨ফর্ম বানানো হবে। সিবিডিটি-র তরফ থেকে এটা জানানো হয়েছে।
এই মাসের শেষের মধ্যেই নয়া ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম ২০১৯-২০ অর্থবর্ষের জন্য প্রকাশ করবে 𝔉সিবিডিটি। গত অর্থবর্ষের জন্য ইনভেস্টম✃েন্টের প্রমাণ দেওয়ার শেষ দিন ৩০ জুন অবধি বৃদ্ধি করা হয়েছে। ইনভেস্টমেন্ট প্রুফ দিয়ে করছাড় পান গ্রাহকরা।
সাধারণত ৩০ মার্চ অবধি ইনভেস্টমেন্ট প্রুফ দেওয়া যায়। পয়লা এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে করা কোনও লগ💎্নি করছাড়ের জন্য ব্যবহার করার জন্যেই নতুন ফর্ম লাগবে। তারই ব্যবস্থা ℱকরছে সিবিডিটি।
এছাড়াও নয়꧑া ফর্মের জন্য সফটওয়্যারেও বদল দরকার। সেই জন্যেই ৩১ মে-র মধ্যে পুরো সিস্টেম আপডেট হয়ে যাবে বলে আয়কর দফতর জানিয়েছে।
হাতে গরম খবর