মাঘের শেষে বাংলায় ঘুরে দাঁড়াল শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় আকাশ মেঘমুক্ত হতেই ফের উত্তরে হাওয়ার দাপটে নামল তাপমাত্রা।রবিবার সকাল থেকে শেষবেলার শীত উপভোগ করছেন কলকাতাবাসী। সোমবারও পুরোদমে বহাল রয়েছে মাঘী শীতের আমেজ। গত দুই দিনে পারদ নেমেছে ৪ ডিগ্রি। এ দিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম।কলকাতার পাশাপাশি, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ফের জাঁকিয়ে নেমেছে শীত। উত্তরে হাওয়ার সৌজন্যে আগামী বুধবার পর্যন্ত বহাল তবিয়তে শীত বহাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।আপাতত শীতের প্রকোপ বহাল থাকবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলায় আপাতত শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টি বা শিলাবৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে সারা বাংলায়।