বরাবরই নিজের পরিবারকে লাইমলাইটের আড়ালে রেখে♒ছেন রাহুল দ্রাবিড়। তবে বারবরাই নিজের প্রতিভার জোরে শিরোনামে উঠে এসেছেন রাহুল-পুত্র সমিত। এবারও এলেন। বাবার পথে হেঁটে অল্প বয়সেই নিজের ক্ষমতার পরিচয় দিলেন তিনি। রাজ্য স্তরের অনূর্ধ্ব-১৪ পর্যায়ের ম্যাচে দ্বি-শতরান হাঁকালেন সমিত।
ভাইস প্রেসিডেন্ট একাদশ বনাম ধারওয়াড জোনের ম্যাচে ২৫৬ বলে দুরন্ত ২০১ রান করেন দ্রাবিড়-পুত্র। ২২টি চারে সাজানো ছিল তাঁর ই𒐪নিংস। প্রথম ইনিংসে⛎ যেখানে শেষ করেছিলেন, দ্বিতীয় ইনিংসে যেন সেখান থেকেই শুরু করেন সমিত। দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। বল হাতেও ভেলকি দেখান প্রাক্তন ভারতীয় অধিনায়কের ছেলে। নেন তিনটি উইকেট।
তারপরই প্রশংসায় ভেসে যান সমিত। অনেকেই তাঁকে বাবার যোগ্য উত্তরসূরি বলে মন্তব্য করেন। তবে ক্রিকেট ব্যাটে আগেও নিজের প্রতিভার পরꦐিচয় দিয়েছেন সমিত। গত বছর কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার অনূর্ধ্ব-১৪ বিটিআর কাপে ১৫০ রান করেছিলেন দ্রাবিড়-পুত্র। ২০১৫ সালে অনূর্ধ্ব-১২ গোপালন ক্রিকেট চ্যালেঞ্জে সেরা ব্যাটসম্যান হয়েছিলেন সমিত। তখন তাঁর বয়স ছিল মাত্র ৯।