দাবি মতো ভিনরাজ্যের ভিটেয় ফেরার অনুমতি দেওয়া হল না। তবে যে রাজ্যে আটকে পড়েছেন, সে রাজ্যেই রবিবার মধ্যরাত থেকে পরিযায়ী শ্রমিক🐼দের কাজের ছাড়পত্র দিল কেন🌱্দ্র।
আরও পড়ুন : Lockdown 2.0: হটস্প🌜টে শুধু জরুরি পরিষেবায় ছাড়, ৩ মে পর্যন্ত এই কাজগুলি একদমই করবেন না
রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেꦍশিকায় জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকরা আন্তঃরাজ্য যাত্𒈔রা করতে পারবেন না। অর্থাৎ যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ভিনরাজ্যের শ্রমিকরা আটকে পড়েছেন, সেখানেই থাকতে হবে তাঁদের। সেখানেই তাঁরা কাজের সুযোগ পাবেন।
আরও পড়ুন : Lockdown 2.0: সোমবার থেকে এই কﷺাজগুলিতে ছাড় পাবেন, দেখে নিনꦺ তালিকা
নির্দেশিকায় বলা হয়েছে, আটকে পড়া শ্রমিকরা 'শিল্প, কারখানা, নির্মাণ, কৃষিকাজ ও মনরেগা (১০০ দিনের কাজ) কাজ করতে পারবেন।' সেজন্য স্থানীয় প্রশাসনের কাছে নাম নথিভুক্ত করতে হবে। দক্ষতা অনুযায়ী তাঁদের বিভিন্ন কাজে🀅 নেওয়া হবে বল༺ে নির্দেশিকায় জানানো হয়েছে।
আরও পড়ুন : Fact check: এসি চললে বাড়ে করোনা 🅠সংক্রমণ! জানুন আসল তথ্য