জনধন অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা তুলতে গিয়েছিলেন ৬২ বছরের এক মহিলা। কিন্তু দীর্ঘ লাইন ছিল। প্রবল গরমে ঠায় দেড় ঘণ্টা লাইনে ছিলেন। হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তারপর আর উঠে দাঁড়াননি। পরে চিকিৎসকরা তাঁক🌄ে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : Lockdown 2.0: হটস্পটে শুধু ♌জরুরি পরিষে♔বায় ছাড়, ৩ মে পর্যন্ত এই কাজগুলি একদমই করবেন না
দুমকার কেশো রাইদিহ গ্রামের কালোনি টুডু নামে ওই বৃদ🌳্ধা স্থানীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) কমন সার্ভিস সেন্টারে গিয়েছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন : কমানো হচ্ছে না ২০% পেনশন, জানাল অর্থমন্ত্রক
মৃতার স্বাꦡমী করণ মূর্মূর অভিযোগ, ওই কমন সার্ভিস সেন্টারে🍸র জল, আচ্ছাদনের কোনও ব্যবস্থা নেই। ফলে টাকা তোলার জন্য গ্রাহকদের বাধ্য হয়ে কাঠফাটা রোদে দাঁড়িয়ে থাকতে হয়।
আরও পড়ুন : Lockdown 2.0: রেল-উড়ান পরি🧜ষেবা ৪ মে শুরুর সম্ভাবনা কার্যত নেই, মন্ত্রিগোষ্ঠীর ভাবনায় ১৫ মে
যদিও এসবিআইয়ের শাখার ম্যানেজার অলোক কুমার জানান, ওই সেন্টারগুলি সবেই চালু হয়েছে। যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরাও নতুন। তাই প্রধা🐽ন শাখায় বেশিরভাগ গ্রাহকদের চাপ সামলানো হচ্ছে। তাঁর দাবি, লাইনে মহিলা তিন নম্বরে ছিলেন। একইসঙ্গে জল বা আচ্ছাদন না থাকারꦚ অভিযোগও অস্বীকার করেছেন তিনি।