উপযুক্তভাবে লকডাউন লাগু করার জন্য বাবার শেষকৃত্যে গেলেন না উত্তরপ্রদেশের মুখ🥀্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লকডাউন পরিস্থিতিতে শেষকৃত্যে ন্যূনতম মানুষকে যাওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : লকডাউন মানছে না𒀰 বাংলা, ৭ জেলায় তদন্তকারী দল পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক
সোমবার সকালে দিল্লি এইমসে মৃত্যু হয় যোগীর বাবা আনন্দ সিং বিস্তের। তাঁর বয়স হয়েছিল ৮৯। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (স্বরাষ্ট্র) আওয়া👍নীশ কে আওয়াস্তি বলেন, 'সকাল ১০টা ২২ মিনিটে স্বর্গ পথে যাত্রা করেছেন। আমরা গভীরভাবে শোকাহত।'
আরও পড়ুন COVID-19 Updates: এবার দু'ঘণ্টার মধ্যে করোনা আক্রান্ত🌌দের ক্লেমের সিদ্ধান্ত নেবে বিমা সংস্থা
যোগীর বাবা ১৯৯১ সালে ফরেস্ট 𝔍রেঞ্জার হিসেবে অবসর নিয়েছিলেন। জানা গিয়েছে, তাঁর কিডনি ও পাকস্থলীর সমস্যা ছিল।
আরও পড়ুন : দেশে করোনা আক্রান্ত ১৭ হাজা♋রের ওপর, কলকাতা, মুম্বই, দিল্লি ও ইনদোরের পরিস্থিতিতে চিন্তায় কেন্দ্র
পরে একটি টুইটবার্তায় যোগী বলেন, 'কোটি-কোটি প্রণাম করে পূজনীয়🅰 পিতাকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। লকডাউনের পরে যাব।'
তাঁর মৃত্যুর খব💎রে রাজনীতিবিদ ও আমলারা শ্রদ্ধা জানিয়েছেন। শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী꧒-সহ অন্যান্যরা।