লকডাউনে বন্ধ টিভি সিরিয়ালের শ্যুটিং ফের চালু করা যায় কি না, তা জানতে রাজ্যের সাংস্কৃতিক দফতরের আধ𒉰িকারিকদ𓆉ের শুক্রবার নির্দেশ দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
মুম্বই শহরতলি গোরেগাঁও ইস্টে ফিল্ম সিটিতে ফের সিরিয়ালের শ্যুটিং শুরু করার বিষয়ে উদ্যোগী হেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ঠাকরে। ওই দিন তার সঙ্গে ফিল্ম প্রযোজক ও সম্প্রচারকদের এক প্রতিনিধিদল বৈঠকে বসলে তাঁদের ছায়ছবি ও টিভি সিরিয়ালের শ্যুটিংয়েরౠ জন্য নিরাপদ ও নির্জন স্থান বাছতে ꩵবলেন ঠাকরে। সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনে সেখানে শ্যুটিং করা আদৌ সম্ভব কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে ঠাকরে🦩 বলেন, টেলিভিশন শিল্প অসংখ্য মানুষের আয়ের জায়গা। তাই তা যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে উদ্যোগী হয়েছে মহারাষ্ট্র সরকার।
এ দিন ঠাকরের সহ্গে ভিডিয়ো🉐 কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশন প্রধান এন পি সিং, কোঅর্ডিনেটর পুনিত গোয়েঙ্কা এবং একতা কাপুর, নীতিন বৈদ্য🌺দের মতো প্রযোজকরা। বৈঠকে উপস্থিত ছিলেন শিব সেনা সদস্য অভিনেতা আদেশ ভাণ্ডেকরও।