কেন্দ্রের ‘মেক ইন 🌱ইন্ডিয়া’ উদ্যোগকে চাঙ্গা করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের অনুমোদন মেনে ১,৫১২টি মাইন প্লাও-এর বরাত দিতে ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের সংগ্রহ শাখা।
প্রতিরক্ষা মন্ত্রক প্রকাশিত🃏 বিবৃতি অনুযায়ী, সেনাবাহিনীর টি-৯০ এস/এসকে ট্যাঙ্কের জন্য ৫৫৭ কোটি টাকায় ওই মাইন প্লাও-এর বরাত দেওয়া হয়েছে BEML-কে। চুক্তি অনু🦂সারে, এই পণ্যগুলি তৈরিতে ন্যূনতম ৫০ শতাংশ দেশজ উপাদান ব্যবহার করা হবে।
মন্ত্রক জানিয়েছে, এই মাইন-প্লাওগুলি ভারতীয় সেনাবাহিনীর টি-৯০ ট্যাঙ্কগুলিতে যুক্ত করা হবে। মাইন অধ্যুষ💛িত🧸 অঞ্চলে চলাফেরার জন্য ওই সমস্ত ট্যাঙ্কে মাইন-প্লাও ফিট করা জরুরি। এর ফলে শত্রু এলাকায় বিপদ এড়িয়ে অবাধে ঘোরাফেরা করতে পারবে ভারতীয় সেনার ট্যাঙ্কবাহিনী।
২০২৭ সালে বরাত দ﷽েওয়া ১,৫১২টি মাইন-প্লাও সরবরাহ করবে BEML, যার জেরে সেনার অস্ত্র𝕴ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে।