পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে সাম্প্রতিক সীমান্ত𝓡 সংঘাতের মীমাংসা করতে শনিবারꦅ বৈঠক করলেন দুই দেশের সেনাকর্তারা।
বিকেল ৫টা নাগাদ পাওয়া খবরে জানা যায়, আলোচনা শেষ করে লেহ-তে সেনাঘাঁটিতে ফেরার পথে রওনা দেন ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধিদলের সদস্যরা। এ দিনের আলোচনার ফলাফল সম্পর্কে ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নরভানে এবং নর্দার্ন আর্মি কম্যান্ডার লেফ্টেন্যান্ট কম্যান্ডার ওয়াই কে জোশিকে সবিস্তারে জানাবেন প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকের ফ𒊎লাফল সম্পর্কে জানানো হবে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকেও।
ঠিক কী কী হল মলডোতে আলোচনায়- জেনে নিন
সেনাবাহিনী সূত্রে খবর, এ দিন সীমান্𝓰তে আসল নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর চিনের অংশে অবস্থিত মলডো-তে এই আলোচনাসভা আয়োজিত হয়। নির্ধারিত সময়ের থেকে দুই ঘণ্টা দেরিতে সকাল ১১.৩০ নাগাদ বৈঠক শুরু হয়। বৈঠকে ভারতের সেনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৪ কর্পস কম্যান্ডার লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং এবং চিনের তরফে প্রতিনিধিত্ব করেন পিপলস লিবারেশন আর্মির সাউথ শিনজিয়াং মিলিটারি রিজিয়ন-এর মেজর জেনারেল লিউ লিন।