বারো ঘণ্টারও কম সময়ে দু'বার কেঁপে উঠল। তা নিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।জাতীয় ভূতাত্ত্বিক সর্বেক্ষণ জানিয়েছে, সোমবার ভোর ৪ টে ১০ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। চম্পাইয়ের দক্ষিণ-পূর্বে ২৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার নীচে কম্পনের উৎস ছিল। গত ১৮ জুনও কম্পন হয়েছিল চম্পাইয়ে। তারপর রবিবার বিকেল ৪ টে ১৬ মিনিটে আইজলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।ভূমিকম্প পরিস্থিতি নিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মোদী। পরে একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘ভূমিকম্প পরিস্থিতি নিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জির সঙ্গে কথা বলেছি। কেন্দ্রের তরফে যাবতীয় সম্ভাব্য সাহায্যের আশ্বাস দিয়েছি।’ জোরামথাঙ্গার সঙ্গে কথা বলেন শাহও। টুইটারে তিনি বলেন, ‘রাজ্যের ভূমিকম্প পরিস্থিতির পর্যালোচনার জন্য মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা জির সঙ্গে কথা বলেছি। কেন্দ্রীয় সরকারের তরফে সবরকমের সম্ভাব্য সাহায্যের আশ্বাস দিয়েছি। প্রত্যেকের সুরক্ষা এবং সুস্বাস্থ্যের কামনা করছি।’