মোবাইল ফোনের ডিসপ্লে যেগুলি বাইরে থেকে আনা হয় তার ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বসিয়েছে সরকার। এর ফলে মোবাইল ফোনের দাম ৩ শতাংশ বাড়বে। মোবাইল ফোন সংস্থাদের যৌথ সংগঠন ICEA-এর পক্ষ থেকে এটা জানান হয়েছে। India Cellular and Electronics Association (ICEA) এর সদস্যদের মধ্যে আছে Apple, Huawei, Xiaomi, Vivo ও Winstron. আগেই ICEA এর সঙ্গে কথা বলেই সরকার এই শুল্ক চাপাবে বলে ঠিক করেছিল। এটির উদ্দেশ্য হল দেশীয় প্রযুক্তির মাধ্যমে এই ডিসপ্লে যাতে প্রস্তুত করা যায়, সেটিকে উৎসাহিত করা। কিন্তু কোভিড ও অন্যান্য কারণে মোবাইল প্রস্তুককারকরা ঘরোয়া বাজারে এই ডিসপ্লের উৎপাদন বৃদ্ধি করতে পারেনি। তবে শিল্পের প্রতিনিধিরা জানিয়েছেন তারা ভারতীয় ম্যানুফ্যাকচারিংকে উৎসাহ দিতে দৃঢ়প্রতিজ্ঞ। সারা বিশ্বে যাতে এই ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ে ভারত এগিয়ে থাকতে পারে, সেই বিষয় সচেষ্ট মোবাইল প্রস্তুতকারকরা। কিন্তু আপাতত দেড় থেকে তিন শতাংশ ফোনের দাম বাড়তে চলেছে।