ভারতে চরবৃত্তি করতে এবার তালিম দেওয়া পায়রা বাহিনী নামাল পাকিস্তান। সোমবার জম্মু ও কাশ্মীরে ধরা পড়ল তেমনই এক দুঃসাহসিক কবুতর।গতকাল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় হীরানগর সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন মান্যারি গ্রামের বাসিন্দাদের হাতে ধরা পড়েছে পাকিস্তান থেকে উড়ে আসা একটি পায়রা। স্থানীয়দের দাবি, পায়রার পায়ে পরানো রয়েছে সাংকেতিক বার্তাযুক্ত আংটি। কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্র জানিয়েছেন, ‘সোমবা্র গ্রামবাসীরা পুলিশের হাতে পায়রাটি তুলে দেন। পায়রার একটি পায়ে রিং পরানো আছে। রিংয়ের উপরে কিছু সংখ্যা খোদাই করা আছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।’পায়রার পায়ে জরুরি বা গোপন বার্তা বেঁধে তথ্য আদানপ্রদানের রীতি প্রাচীন যুগ থেকে বহাল রয়েছে। গত দু’টি বিশ্বযুদ্ধেও সংবাদবাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেচে পারাবত ফৌজ। ভারতে নজরদারি চালাতে পাকিস্তানও তেমন চৌখস পায়রা পুষছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।