ফাঁসির ৪🎃৮ ঘণ্টাও বাকি নেই। তার আগে ফের আদালতের শরণাপন্ন হল নির্ভয়া কাণ্ডের দণ্ডিতরা। এই প্রসঙ্গে তিহার প্রশাসন ও পুলিশকে নোটিস পাঠিয়েছে দিল্লির দায়রা আদালত। বৃহস্ℱপতিবার শুনানি হবে, শুক্রবার সকালে ফাঁসি হওয়ার কথা নির্ভয়ার খুন ও ধর্ষণে দণ্ডিত চার অপরাধীর।
এদিন এই অপরাধীদের উকিল আদালতে গিয়েছেন এই বলে যে এক অপরাধীর দ্বিতীয় প্রাণভিক্ষার পিটিশনের এখনও ফয়সলা হয়নি। অতিরিক্ত সেশনস জাজ ধর্মেন্দ্র রানা তিহার প্রশাসন ♏ও পুলিশকে নোটিস দিয়েছেন। আগামিকাল শুনানি।
অক্ষয় সিং মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে দ্বিতীয় পিটিশন পাঠিয়েছে। অন্য অপরাধী পবন গুপ্ত কিউরেটিভ পিটিশন ফাইল করেছে সে নাবাꦕলক ছিলে সেই পিটিশন খারিজ হওয়ার বিরুদ্ধে।
মুকেশ সিং, পবন, বিনয় শর্মা ও অক্ষয়ের শুক্রবার সকাল ৫.৩০ টায় 🍃ফাঁসি হওয়ার কথা। ইতিমধ্যেই তিহাড়ে পৌঁছে গিয়েছে ফাঁসুড়ে।