ভারতে টেস্ট হচ্ছে না তেমন। পশ্চিমী মিডিয়ায় এই কথাটা খুবই প্রচলিত। কিন্তু নয় নয় করেဣ এক মিলিয়ন অর্থাত্ দশ লক্ষ টেস্ট হয়ে গেল দেশে করোনা শনাক্ত করার জন্য। করোনা সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের গঠিত কমিটির এক সদস্য এই কথা জানান।𒁏 লকডাউনের মাঝে এটি একটি বিশাল কৃতিত্ব বলে জানান এই আধিকারিক।
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৭,৭🍬৭৬। মত্যু হয়েছে ১২২৩ জনের। সেরে উঠেছে ১০,০১৭ জন। আপাতত Indian Council of Medical Research (ICMR) ৭৫ হাজার স্যাম্পেল পরীক্ষা করছে। কিন্তু প্রয়োজনে ১.২৫ লক্ষ নমুনা পরীক্ষা করতে পারে আইসিএমআর বলে জানিয়েছেন তিনি। আপাতত দেশে ৪১৯টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। দেখভাল করছে ১৪টি ইনস্টিটিউট যার মধ্যে আছে এইমস, ভেলোর, জিপমার ইত্যাদি যে ঠিক করে পরীক্ষা হচ্ছে কিনা।
আপাতত চিন ও সাউথ কোরিয়া থেকে কিট কিনলেও চলতি মাসেই স্বদেশী কিটে পরীক্ষღা চালু হবে বলে জানা গিয়েছে।