ছিনতাইবাজি করেও শেষরক্ষা হল না। অতি লোভে ধরা পড়ে গেল দুই তরুণ। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর ধৃত এই দুই ব্যক্তি। উত্তরপ্রদেশের নয়ডার এই ঘটনার কথা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মধ্য নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার হরিশ চন্দ্র বলেছেন যে বুধবার রাতের ঘটনা এটি। এক ব্যক্তিকে রিভলভার দেখিয়ে তাঁর মোবাইল ও ওয়ালেট নিয়ে পালাচ্ছিল আততায়ীরা। ওয়ালেটে এটিএম কার্ড ছিল ভদ্রলোকের। ছিনতাইকারীরা অবশ্য বেশি দুর যায়নি। ফের ফিরে আসে এটিএম পিন জানতে। তখন অবশ্য পুলিশের কাছে অভিযোগ চলে গিয়েছে। ওই অঞ্চলে সিকিউরিটি চেক করতেই এই দুই আততায়ীর খোঁজ পায় পুলিশ। তবে অত সহজে ধরা দেয়নি এই ছিনতাইবাজরা। পুুলিশের ওপর গুলি চালিয়ে পালায় তারা। পরে তাদের ছুটে গিয়ে ধরে পুলিশ। উত্তর প্রদেশের পুলিশও এদের ওপর গুলি চালায়। আহত অপরাধীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাবতীয় চুরির মাল পাওয়া গিয়েছে। আটক হওয়া দুই ব্যক্তির বয়স ২৫, স্থানীয় বাসিন্দা। তাদের থেকে দুটি দেশি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ।