🗹 শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়লেন ভোপালের বিজেপি সা🌃ংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীতে ভোপালের বিজেপি অফিসে শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছিল। সেখানে হাজির ꩵছিলেন শিবরাজ সি🦄ং চৌহান এবং অন্যান্য বিধায়করা। আসেন ভোপালের সাংসদও। সেই সময় তাঁকে চনমনে লাগছিল বলেই দাবি বিজেপি নেতৃত্বের। কিন্তু আচমকা সংজ্ঞা হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে, চোখের সমস্যার জন্য দীর্ঘদিন দিল্লির হাসপাতালে ভরতি ছিলেন ভোপালের সাংসদ। গত রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে দাবি করেছিলেন, এক চোখে দৃষ্টি হারিয়েছেন তিনি। অপর চোখেও ঝাপসা দেখেন। কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে তিনি জানান, ন'বছর ধরে তাঁর উপর অত্যাচার চালানো হয়েছে। সেই সময় একাধিক আঘা♍ত লেগেছিল। তারইমধ্যে মঙ্গলবার তিনি আচমকা সংজ্ঞা হারিয়ে ফেলায় উদ্বিগ্ন বিজেপি নেতাকর্মীরা। কী কারণে এমন হল, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।