State Bank of India (SBI) নিজেদের marginal cost of fund-based lending rate (MCLR) কমিয়েছে ১৫ বেসিস পয়েন্ট। এর ফলে গৃহঋণ সস্তা হবে। এই নিয়ে চলতি অর্থবর্ষে দশ বার MCLR হার কমাল এসবিআই। এসবিআই-এর MCLR রেটের সঙ্গে আপনার ইএমআই যুক্ত থাকলে এখনই কমবে না গৃহঋণ, কারণ এতে এক বছরের রিসেট ক্লজ থাকে। তবে তারপরে কমবে ইএমআই। একমাসের MCLR কমে হয়েছে ৭.৪৫ শতাংশ। তিন মাসের MCLR হয়েছে ৭.৫০ শতাংশ। দুই বছর ও তিন বছরের MCLR ১০ বেসিস পয়েন্ট কমে হয়েছে ৭.৯৫ ও ৮.০৫ শতাংশ যথাক্রমে। এর আগে MCLR কমিয়েছে রাষ্ট্রায়ত্ত Union Bank of India। দশ বেসিস পয়েন্ট করে সব ক্যাটাগরির জন্য রেট কমিয়েছে তারা।