এক মাসের মধ্যে দ্বিতীয়বার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার কমাল SBI। এতে আরও সমস্যা বাড়বে চাকুরীজীবী ও অবসর নেওয়া কর্মীদের। সংশোধিত সুদের হার ১০ মার্চ থেকে লাগু হয়েছে। এর আগে ১০ ফেব্রুয়ারি সুদের হার কমিয়েছিল এসবিআই।সুদের হার জেনে নিন- সিনিয়র সিটিজেনদের জন্য একটু বেশি সুদ দেয় এসবিআই। সেখানেও হয়েছে কাঁটছাঁট। দেখে নিন পরিবর্তিত হার- তবে এই নয়া সুদের হার নতুন ফিক্সড ডিপোজিট ও পুরনো এফডি রিনিউ করার সময় ধার্য হবে। ব্যাঙ্ক অফ বরোডাও নিজেদের সুদের হার কমিয়েছে। অন্যান্য ব্যাঙ্করাও একই পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে।