গত ছয় মাস যাবত্ বাজারে সোনার দাম গড়পড়তা উঁচু তারেই বাঁধা রয়েছে। মাঝেমধ্যে অল্প ঝুঁকলেও তার উর্ধ্বগতি মোটামুটি অপ্রতিরোধ্য। সপ্তাহের গোড়াতেও বাজারের সেই আমেজ বজায় রইল।শনি ও রবিবারের দেশজুড়ে পাকা সোনার দাম বেড়ে প্রায় ৪১ হাজারের কাছে পৌঁছে গিয়েোছিল। মঙ্গলবার দিনের শুরুতে তা আরও কিছুটা বাড়ল। তার জেরে সোনা দর চড়ল কলকাতাতেও।মঙ্গলবার সকালে কলকাতায় পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪১,১৮০ টাকা।এ দিন গয়নার সোনা (২২ ক্যারাট) প্রতি সোনার দাম শহরের বাজারে পড়ছে ৩৯,৭৮০ টাকা। হলমার্ক সোনার গয়নার দাম এ দিন পড়ছে ৩৯,৯৮০ টাকা।এ দিন শহরে রুপোর বাটের দর প্রতি কেজিতে পড়ছে ৪৯,২০০ টাকা।এ দিন খুচরো রুপো প্রতি কেজিতে দাম পড়ছে ৪৯,২০০ টাকা।একনজরে মঙ্গলবার কলকাতায় সোনা ও রুপোর দাম:• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪১,১৮০ টাকা।• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৩৯,৭৮০ টাকা টাকা।• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম) - ৩৯,৯৮০ টাকা।• রুপোর বাট (প্রতি কেজি) – ৪৯,২০০ টাকা।• খুচরো রুপো (প্রতি কেজি) – ৪৯,২০০ টাকা।